• Kashmir : কাশ্মীরে পর্যটকদের নতুন রেকর্ড
    আজকাল | ৩১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : চলতি বছরে রেকর্ড পর্যটক কাশ্মীরে। এখনও পর্যন্ত ১২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে পর্যটক। বাকি রয়েছে আরও ৭ মাস। সেখানে এই রেকর্ড নতুন রেকর্ড করবে বলে মনে করা হচ্ছে। স্থানীয় হোটেল ব্যাবসায়ী যারা রয়েছেন তাঁদের মুখে চওড়া হাসি। জুন মাস পর্যন্ত সমস্ত হোটেল বুক করা রয়েছে। ডাল লেকের সামনের সব থাকার জায়গা একেবারে ভর্তি। পর্যটন ব্যবসা ভাল লাভ করছে। এলাকার এক বাসিন্দা জানালেন, শান্তিপূর্ণ রয়েছে গোটা এলাকা। ফলে পর্যটন ব্যবসা লাভের মুখ দেখেছে। শুধু দেশের নয়, বিদেশী পর্যটক যে হারে এখানে আসছে তাতে প্রচুর বিদেশী মুদ্রার আদানপ্রদান হচ্ছে। এটা এই এলাকার আর্থিক অবস্থাকে উন্নত করছে।
  • Link to this news (আজকাল)