Delhi : দিল্লিতে জলের সংকট চরমে, সুপ্রিম কোর্টে দিল্লি সরকার
আজকাল | ৩১ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : দিল্লিতে জলের সংকট চরমে। তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁয়েছে। এমন অবস্থায় এবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল দিল্লি সরকার। একটি পিটিশন দাখিল করেছে দিল্লি সরকার। সেখানে অনুরোধ করা হয়েছে যেন হরিয়ানা, উত্তর প্রদেশ এবং হিমাচল প্রদেশ থেকে জলের সহায়তা করা হয়। পিটিশনে আরও লেখা আছে, এটা সবার দায়িত্ব এগিয়ে এসে দিল্লিবাসীদের পাশে থাকা। দিল্লিতে জলের জন্য মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। তবুও তাঁদের জলের অভাব মিটছে না। অন্যদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন আরও দিল্লিতে এই তাপপ্রবাহ চলবে। এর থেকে মুক্তি এখনই মিলছে না। দিল্লি সরকার ইতিমধ্যে জলের অপচয় রুখতে ২ হাজার টাকা জরিমানা ধার্য করেছে। কিন্তু তাতেও জলের হাহাকার কমছে না। দিল্লিতে এই ধরণের সমস্যা এর আগে হয়নি। কীভাবে এর থেকে মুক্তি মিলবে এবার সেই চিন্তায় মগ্ন পরিবেশবিদরা। একদিকে চরম গরম অন্যদিকে জলের অকাল। এই দুই মিলে এখন নাজেহাল গোটা দিল্লি।