• Sheikh Hasina: বিশ্বজুড়ে দুর্ভিক্ষ আসছে, দেশবাসী সচেতন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    আজকাল | ২৮ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: দুর্ভিক্ষ যেন বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে এমনটাই বার্তা দিলেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন তিনি। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক সচিব সভায় সূচনা বক্তব্যে তিনি বলেন, “করোনাভাইরাস এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশকে যাতে কখনই দুর্ভিক্ষের কবলে পড়তে না হয় সেজন্য জনগণকে সচেতন করছি”। সাধারণ মানুষকে বেশ কিছু পরিকল্পনা দিয়েছেন তিনি।

    বিদ্যুৎ এবং গ্যাসের ব্যবহারেও দেশবাসীকে সাশ্রয়ী হতে বলেছেন তিনি। এদিন হাসিনা বলেন, “ আমাদের তিন মাসের খাদ্য কেনার মতো রিজার্ভ থাকলেই যথেষ্ট। সেখানে আমাদের ৫ থেকে ৬ মাসের রিজার্ভ আছে। তারপরও আমাদের এখন যা অবস্থা তাতে আমাদের একটু সাশ্রয়ী হতে হবে,আরেকটু সচেতন হতে হবে”। প্রধানমন্ত্রীর মতে, তাদের দেশকে এখনও অনেক খাওয়ার জিনিস বাইরে থেকে কিনতে হয়। সেই সমস্ত জিনিস যাতে ভবিষ্যতে দেশেই উৎপাদন করা যায় সেই ব্যবস্থা করতে হবে।
  • Link to this news (আজকাল)