• ‌শিলিগুড়িতে তীব্র পানীয় জলের সঙ্কট, পুরসভার সামনে বিক্ষোভ বিজেপির ...
    আজকাল | ৩১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ পানীয় জলের হাহাকার চলছে শিলিগুড়িতে। পুরসভার তরফে পানীয় জলের পাউচ বিতরণ করা হলেও তা যথেষ্ট নয়। এই পরিস্থিতিতে শুক্রবার শিলিগুড়ি পুরসভার সামনে পানীয় জলের দাবিতে বিক্ষোভ শুরু করে বিজেপি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী–সমর্থকদের। প্রসঙ্গত, শুক্রবার দুপুরে পানীয় জলের সমস্যা নিয়ে সাংবাদিক বৈঠক করার কথা ছিল মেয়র গৌতম দেবের। বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুরসভার বাইরে জড়ো হন বিজেপির কর্মী–সমর্থকেরা। পানীয় জলের দাবিতে শুরু হয় বিক্ষোভ। মেয়রের কুশপুতুল নিয়ে আসা হয়েছিল দাহ করার জন্য। কিন্তু পুলিশ তা কেড়ে নেয়। বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। সাংবাদিক বৈঠক থামিয়ে দেন মেয়র। পুরসভার বাইরে অবস্থানে বসেন বিজেপির বিক্ষোভকারীরা। প্রসঙ্গত, একই ইস্যুতে বৃহস্পতিবার পথে নেমেছিল বামেরা। শিলিগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ দেখানো হয়েছিল। মেয়রের গাড়ি আটকে দেওয়াও হয়। 
  • Link to this news (আজকাল)