আজকাল ওয়েবডেস্ক: পাটনায় কাজ করতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত মালদার শ্রমিক। জানা গেছে বুধবার কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হন তিনি। শুক্রবার সকালে শ্রমিকের দেহ মালদার বাড়িতে এসে পৌঁছয়। জানা গেছে মৃত যুবকের নাম উত্তম রবি দাস। মালদার রতুয়া ২ নম্বর ব্লকের পুখুরিয়া অঞ্চলের বাসিন্দা। মাসখানেক আগে স্থানীয় যুবক আখিরউদ্দিনের অধীনে পাটনায় কাজে যান রবি। ঘটনার দিন অর্থাৎ বুধবারও পরিবারের সঙ্গে কথা হয় তাঁর। এরপর বিকেলের দিকে আসে যুবকের তড়িদাহত হওয়ার খবর। হাসপাতালে মারা যান ওই পরিযায়ী শ্রমিক।