আজকাল ওয়েবডেস্ক: ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙড়। তৃণমূল নেতা–কর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার বানিয়ারা এলাকার ঘটনা। সূত্রের খবর, দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন এলাকার তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্য রফিক খান। সঙ্গে ছিল দলেরই বেশ কিছু কর্মী। অভিযোগ, বৃহস্পতিবার রাতে যখন তাঁরা দল বেঁধে বাড়ি ফিরছিলেন তখন তাঁদের উদ্দেশ্য করে বোমা ছোঁড়া হয়। কেঁপে ওঠে গোটা এলাকা। তৃণমূলের অভিযোগ, গোটা ঘটনার পিছনে হাত রয়েছে আইএসএফের। ঘটনায় এক শিশু সহ সাত জন আহত হন। চার জনের অবস্থা গুরুতর হওয়ায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। তিন জন ভর্তি জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। আহতদের দেখতে রাতেই স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির গ্রেপ্তারির দাবি তোলেন। যদিও বোমাবাজির অভিযোগ উড়িয়ে দিয়েছে আইএসএফ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে দাবি আইএসএফের। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।