Weather: দুপুর অবধি বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায়, ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া? ...
আজকাল | ৩১ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হল বৃষ্টি। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। শুক্রবার সকালেও পরিস্থিতি বদলায়নি। চলছে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, এদিন দুপুর পর্যন্ত কলকাতা–সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি চলবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিন কলকাতা ছাড়াও দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূমে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই কেরলে ঢুকে গিয়েছে বর্ষা। আগামী তিন চার দিনের মধ্যে উত্তরবঙ্গেও বর্ষার আগমন হতে পারে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় আগামী চার পাঁচ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০–৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবার থেকে বৃষ্টি শুরু হতে পারে দুই দিনাজপুরেও।অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার অবধি রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এটিকে প্রাক বর্ষার বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে, বৃষ্টি মাথায় জমিতে সবজি তুলতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল দম্পতির। ঘটনাস্থল বাঁকুড়ার বড়জোরার ঘুটঘুড়িয়া। মৃত দম্পতির নাম নীরোদ সাঁতরা ও রানি সাঁতরা। জানা গেছে শুক্রবার সকালে জমিতে ভেন্ডি তুলতে গিয়েছিলেন ওই দম্পতি। সেই সময় বাজ পড়ে মৃত্যু হয় দম্পতির।