• ৫২১ বার! এই লোকসভা ভোটের প্রচারে সবচেয়ে বেশি হেলিকপ্টার ব্যবহার তৃণমূলের, জানাল কমিশন
    আনন্দবাজার | ৩১ মে ২০২৪
  • চলতি লোকসভা ভোটের প্রচারে সবচেয়ে বেশি বার হেলিকপ্টার ব্যবহার করেছে তৃণমূল। নির্বাচন কমিশন সূত্রে খবর, গোটা নির্বাচনে বাংলার বিভিন্ন প্রান্তে তৃণমূল প্রচার কর্মসূচিতে হেলিকপ্টার ব্যবহার করেছে ৫২১ বার। অন্য দিকে, রাজ্যে মোট ১২৪টি কর্মসূচিতে হেলিকপ্টার ব্যবহার করেছে বিজেপি। কমিশন সূত্রে খবর, কংগ্রেসের হেলিকপ্টার ব্যবহারের সংখ্যা দু’টি। দু’টি কর্মসূচিতে তারা কপ্টার ব্যবহার করেছে। বাংলায় বামেরা এ বারের প্রচারে কোনও হেলিকপ্টার ব্যবহার করেনি।

    নির্বাচন কমিশনের তথ্য বলছে, তৃণমূল মোট ৬৭৬ বার হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চেয়েছিল। অনুমোদন পেয়েছে ৫২১ বার। বিজেপি ১৮৩ বার প্রচারে কপ্টার ব্যবহার করেছে। পাশাপাশি, নির্দল প্রার্থীরাও দু’বার হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চেয়ে দু’বারই ছাড়পত্র পেয়েছে। তাদের কপ্টার ব্যবহারের সংখ্যার সঙ্গে কংগ্রেস সমান।

    উল্লেখ্য, ভোটের প্রচারে দেশের মধ্যে এগিয়ে আছে বাংলা। এ রাজ্যে প্রায় ১ লক্ষ সভা, মিছিল-সহ নানা কর্মসূচি করেছে বিভিন্ন রাজনৈতিক দল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আর কোনও রাজ্যে ভোটের প্রচারে এত বেশি সভা, মিছিল ইত্যাদি হয়নি।

    বৃহস্পতিবার শেষ দফার ভোটপ্রচার শেষে কমিশন সূত্রে জানা যায়, বাংলায় কর্মসূচি করতে চেয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের তরফে এক লক্ষ ১৯ হাজার ২৭৬ আবেদন জমা পড়ে। তার মধ্যে ৯৫ হাজার আবেদনের অনুমতি দেওয়া হয়। রাজ্যের মধ্যে আবার সবচেয়ে বেশি প্রচার হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। সেখানে ১০,৬৮৮টি কর্মসূচি হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা।
  • Link to this news (আনন্দবাজার)