• Weather Update: ক্রমেই নিম্নমুখী পারদ, কনকনে ঠান্ডার আমেজ পেতে মুখিয়ে শহরবাসী
    আজকাল | ২৮ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: নভেম্বরের শেষ সপ্তাহে ভরপুর শীতের আমেজে মজে বাঙালি।

    ক্রমেই নামছে তাপমাত্রার পারদ। ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন গ্রাম থেকে মফস্বল। শহরের বাতাসেও শিরশিরানি ভাব। শনিবারের তুলনায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়লেও, শীতের আমেজ ছড়িয়ে শহর থেকে শহরতলি পর্যন্ত। 

    আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার এক ডিগ্রি বেড়ে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। উত্তর থেকে দক্ষিণে, হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। যে কারণে নিম্নমুখী পারদ। 

    তবে জাঁকিয়ে ঠান্ডা এখন নয়। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কনকনে ঠান্ডার আমেজ পাবে বাঙালি। আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস নেই। দিনভর শুষ্ক আবহাওয়াই থাকবে। 
  • Link to this news (আজকাল)