T20 World Cup: বিশ্বকাপের আগে ভারতীয় দলকে সতর্কবার্তা লারার, দ্রাবিড়ের জন্য বিশেষ মন্ত্র...
আজকাল | ০১ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই মার্কিন মুলুকে শুরু টি-২০ বিশ্বকাপ। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারত। রোহিত, বিরাটদের দিকেই সবার নজর থাকবে। আইসিসি ট্রফির খরা কাটবে কিনা সেটা সময়ই বলবে। ভারতের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের এটাই শেষ টুর্নামেন্ট। তারপরই মেয়াদ শেষ। অর্থাৎ তাঁর কাছেও এটাই শেষ সুযোগ। তার আগে রাহুল দ্রাবিড়কে সতর্কবাণী ব্রায়ান লারার। তাঁর কোচিংয়ে ভারতীয় দল ভাল খেলেছে। তবে ট্রফি আসেনি। ক্যারিবিয়ান কিংবদন্তি মনে করেন, ভারতের তারকাখচিত দল বিশ্বকাপ জেতার জন্য যথেষ্ট নয়। আসল হল স্ট্র্যাটেজি। এটাই পার্থক্য গড়ে দেবে। লারা বলেন, 'ভারতীয় দলকে বাইরে থেকে দেখলে মনে হবে ফাইনাল প্ল্যানিংয়ের অভাব রয়েছে। সেটা টি-২০ হোক, বা ৫০ ওভার। দলে ক'জন সুপারস্টার রয়েছে সেটা কোনও বিষয় নয়। বিশ্বকাপ জেতার জন্য স্ট্র্যাটেজিই আসল। প্ল্যানিং পার্থক্য গড়ে দেবে।নিজেদের ইনিংস কীভাবে সাজাবে বা আক্রমণ কীভাবে করবে সেটাই আসল।' শক্তিশালী দল হওয়া সত্ত্বেও আসল সময় বারবার ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে। তাই হাই-প্রেসার পরিস্থিতি সামলানোর জন্য দ্রাবিড়কে আলাদা পরিকল্পনার উপদেশ দেন লারা। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আশা করব রাহুল দ্রাবিড় বিশ্বকাপ জেতার জন্য সঠিক ব্লু-প্রিন্ট তৈরি করতে পারবে।' গ্রুপ পর্বে পাকিস্তান ছাড়া কোনও কঠিন ম্যাচ নেই ভারতের। বাকি ম্যাচে আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মুখোমুখি হতে হবে। তাই বিশ্বকাপের নকআউট পর্বের আগে নিজেদের তৈরি করে নেওয়ার সুযোগ পাবেন রোহিতরা।