• Mohammedan Sporting: চলে গেলেন মহমেডান ক্লাবের প্রাক্তন কর্তা ইকবাল আহমেদ...
    আজকাল | ০১ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত মহমেডান স্পোর্টিং ক্লাবের প্রাক্তন শীর্ষকর্তা ইকবাল আহমেদ। বয়স হয়েছিল ৬৮। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত চার-পাঁচ বছর ধরে মাঠের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। অসুস্থতার কারণে খুব বেশি বাড়ির বাইরে বেরোতেও পারতেন না। শুক্রবার বিকেলে চিরবিদায় নিলেন। মহমেডান ক্লাবের সঙ্গে দুই দশকেরও বেশি সময় ধরে যুক্ত ছিলেন ইকবাল আহমেদ। প্রথমে গ্রাউন্ড সেক্রেটারি ছিলেন। পরবর্তীকালে ফুটবল সচিব হন। ফুটবল অন্ত প্রাণ ছিলেন। খেলা চলাকালীন একাধিকবার আবেগপ্রবণ হতে দেখা গিয়েছে তাঁকে। মহমেডানের কর্তার প্রয়াণে শোকস্তব্ধ ফুটবল মহল। ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা দেওয়া হয়। মহমেডান ক্লাবে তাঁর অবদান কোনওদিন ভোলার নয়। একসময় যখন কোনও স্পনসর বা ইনভেস্টর ছিল না, তখন দিনের পর দিন আর্থিকভাবেও ক্লাবকে সাহায্য করেছেন। ২০০১ সাল থেকে কর্তা হিসেবে সাদা কালো ক্লাবের সঙ্গে সম্পর্ক ইকবাল আহমেদের। শুক্রবার সেই সম্পর্ক চিরতরে ছিন্ন হল। প্রসঙ্গত, একসময় কলকাতা পুরসভার ডেপুটি মেয়রও ছিলেন তিনি। অসুস্থতার জন্য বেশ কয়েক বছর আগে পদ ছাড়তে বাধ্য হন। 
  • Link to this news (আজকাল)