East Bengal: দু'বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলেই ডিয়ামানটাকোস
আজকাল | ০১ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: জল্পনার অবসান। ইস্টবেঙ্গলেই দিমিত্রিয়স ডিয়ামানটাকোস। দু'বছরের চুক্তিতে লাল হলুদে এবারের আইএসএলের সর্বোচ্চ গোলদাতা। গ্রিসের স্ট্রাইকারের সঙ্গে প্রাথমিক চুক্তি হয়ে গিয়েছে। ১২ জুন ট্রান্সফার উইন্ডো খুললেই ইস্টবেঙ্গলে সই করবেন ডিয়ামানটাকোস। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, সূত্রের খবর অনুযায়ী লাল হলুদে প্রাথমিক সইসাবুদ হয়ে গিয়েছে। কথাবার্তা চূড়ান্ত হয়ে গেলেও তাঁর মেডিক্যাল পরীক্ষার জন্য অপেক্ষা করা হচ্ছিল। জানানো হয়েছিল, তিনি সম্পূর্ণ ফিট না হলে তাঁকে সই করানো হবে না। মরশুমের শেষে চোটের জন্য বেশ কয়েকটা ম্যাচ খেলতে পারেননি। তাই তাঁর চোটের বিষয়টি নিয়ে নিশ্চিত হতে চাইছিল লাল হলুদ ম্যানেজমেন্ট। শেষমেষ কেরল ব্লাস্টার্সের স্ট্রাইকারের মেডিক্যাল রিপোর্ট দেখে সন্তুষ্ট ইস্টবেঙ্গল কর্তারা। তাই কোনও দেরী না করে, সই করিয়ে নিলেন আইএসএলের গোল্ডেন বুটের প্রাপককে। এবার আইএসএলে ১৬ ম্যাচে ১৩ গোল করেছেন। কেইটন সিলভার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে ডিয়ামানটাকোসকে। প্রথম থেকেই তাঁর জন্য ঝাঁপায় ইস্টবেঙ্গল। লড়াইয়ে ছিল মুম্বই সিটি এফসিও। কিন্তু শেষপর্যন্ত লাল হলুদের জালেই ধরা দিলেন গ্রিক স্ট্রাইকার।