• Bomb : দিল্লি-শ্রীনগর বিমানে বোমাতঙ্ক, নিরাপদ ১৭৭ জন যাত্রী
    আজকাল | ০১ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : একটি উড়ো ফোন কলকে ঘিরে আতঙ্ক। ফোন করে বলা হল দিল্লী শ্রীনগর বিমানে বোমা রাখা আছে। দ্রুত ব্যবস্থা নিল কর্তৃপক্ষ। বিমানটিকে নিরাপদে মাটিতে নামিয়ে আনা হল। ১৭৭ জন যাত্রীদের বের করে আনা হল। এরপর বিমানে ভাল করে দেখা হয়। তবে কোনও বোমা পাওয়া যায়নি। পরে আবার যাত্রীদের নিয়ে রওনা দেয় বিমানটি। কে বা করা ফোন করে এই কাজ করল তাদেরকে সন্ধান করে দেখা হচ্ছে। তবে এই ঘটনার জেরে যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
  • Link to this news (আজকাল)