Prajwal Revanna: মিলল না জামিন, ৬ জুন পর্যন্ত পুলিশ হেফাজত সাংসদ প্রজ্জ্বল রেভান্নার...
আজকাল | ০১ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ধর্ষণের অভিযোগে ধৃত সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে ৬ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার সকালে জার্মানি থেকে ফেরার সময় বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় জনতা দলের নেতাকে। বিমানবন্দর থেকে রেভান্নাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। গ্রেপ্তারির পর সাংসদকে মেডিক্যাল চেকআপের জন্য নিয়ে যাওয়া হয় শহরের একটি হাসপাতালে। সেখান থেকে সোজা তাঁকে হাজির করা হয় আদালতে। পুলিশ ১৪ দিনের হেফাজতের জন্য আদালতে আবেদন জানায়। পুলিশ সূত্রে খবর, ধৃত সাংসদের মোবাইল ফোন ফরেন্সিকে পাঠিয়ে পরীক্ষা করা হবে। হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদও করা হবে। রেভান্নার আইনজীবীর তরফে জামিনের আবেদন করা হলেও তা খারিজ করেছে আদালত।