• Air Hostess: মলদ্বারে সোনা পাচারের চেষ্টা, কেরালায় গ্রেপ্তার বিমানসেবিকা...
    আজকাল | ০১ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেরালার কান্নুর বিমানবন্দরে প্রায় এক কেজি সোনা সহ গ্রেপ্তার হলেন এক বিমানসেবিকা। জানা গিয়েছে, কলকাতাবাসী ওই বিমানসেবিকা এয়ার ইন্ডিয়া বিমানের কর্মী। গত ২৮ মে ঘটনাটি ঘটে। মাসকাট থেকে কেরালার কুন্নুর আসছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। সেই বিমানেরই কর্মী ছিলেন ওই মহিলা। জানা গিয়েছে, মলদ্বারের ভেতরে লুকিয়ে সোনা পাচার করছিলেন তিনি। সুরভী খাতুন নামে ওই বিমান সেবিকার থেকে ৯৬০ গ্রাম সোনা পাওয়া গিয়েছে। কান্নুর বিমানবন্দরে ওই বিমান সেবিকাকে গ্রেপ্তার করে রাজস্ব দপ্তর। বর্তমানে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে রাখা হয়েছে।
  • Link to this news (আজকাল)