• BSF: ‌পাচারকারীদের ছক বানচাল, বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করল বিএসএফ ...
    আজকাল | ০১ জুন ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ বিপন্ন প্রজাতির ৬৭ টি ভারতীয় স্টার কচ্ছপ উদ্ধার করল বিএসএফ। দক্ষিণবঙ্গ সীমান্তের অন্তর্গত ৫ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা উত্তর ২৪ পরগনার আন্তর্জাতিক সীমান্তের তেঁতুলবেড়িয়া থেকে পাচারের আগেই কচ্ছপগুলিকে উদ্ধার করে। জানা গেছে পাচারকারীরা ভারত থেকে বাংলাদেশে কচ্ছপ পাচারের চেষ্টা করছিল। জানা গেছে বিপন্ন প্রজাতির এই কচ্ছপ ভারতের মধ্য ও দক্ষিণাঞ্চল, পশ্চিম পাকিস্তান এবং শ্রীলঙ্কায় পাওয়া যায়। বৃহস্পতিবার গোয়েন্দা সূত্রে খবরের ভিত্তিতে তেঁতুলবেড়িয়ার বিএসএফ জওয়ানরা খররামথের গেটে চেকিং পয়েন্টে সন্দেহভাজন বাইক আরোহীদের থামান। বাইক ও বাইকে রাখা জিনিসপত্র তল্লাশি করার সময় পাচারকারীরা পালিয়ে যায়। তল্লাশিতে উদ্ধার ৬৭ টি ভারতীয় স্টার কচ্ছপ। সেগুলিকে বন দপ্তরের কাছে হস্তান্তর করা হয়। 
  • Link to this news (আজকাল)