Photography Contest: বিশ্ব পরিবেশ দিবস আলোকচিত্র প্রতিযোগিতা
আজকাল | ০১ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ব্রিটিশ ডেপুটি হাই কমিশন কলকাতা, ইন্দো-ব্রিটিশ স্কলারস অ্যাসোসিয়েশন এবং আর্থ ডে নেটওয়ার্কের যৌথ উদ্যোগে আয়োজিত হল বিশ্ব পরিবেশ দিবস আলোকচিত্র প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার 'থিম' ছিল 'পরিবেশ পুনরুদ্ধার'। 'সাব-থিম' ছিল জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্য সংরক্ষণ। প্রতিযোগীদের বয়স অনুসারে দুটি ভাগে ভাগ করা হয়েছিল। 'জুনিয়র গ্রুপ' অনূর্দ্ধ ১৮ এবং ১৮ বছরের বেশি বয়সীদের জন্য 'সিনিয়র গ্রুপ'। ভারত, ব্রিটেন, বাংলাদেশ, কানাডা, সংযুক্ত আরব আমিরশাহি এবং দক্ষিণ আফ্রিকা, মোট ৬ দেশের ৫২ শহর থেকে আড়াইশোর বেশি ছবি প্রতিযোগিতায় এসেছিল। বিশিষ্ট প্রকৃতি-সংরক্ষণ আলোকচিত্রী ধৃতিমান মুখার্জি, চলচ্চিত্র নির্মাতা-প্রযোজক সত্রাজিৎ সেন এবং করুণা সিং, রিজিওনাল ডিরেক্টর, এশিয়া, আর্থ ডে নেটওয়ার্ক ছিলেন বিচারকদের আসনে। ড. অ্যান্ড্রু ফ্লেমিং, ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার, পূর্ব, উত্তর-পূর্ব ভারত, বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই প্রতিযোগিতার গুরুত্বের কথা বলেছেন। সুব্রত পাল, প্রেসিডেন্ট, ইন্দো-ব্রিটিশ স্কলারস অ্যাসোসিয়েশন জানিয়েছেন, পৃথিবীকে রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের তোলা ছবিগুলি প্রকাশিত হয়েছে - https://www.ibsa.in/finalist-2024/