• ভারতের প্রথম পুরুষ বক্সার হিসেবে প্যারিস অলিম্পিকের টিকিট পেল নিশান্ত...
    আজকাল | ০১ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে আরও একটি কোটা ভারতের। পুরুষদের বক্সিংয়ে অংশগ্রহণ করার ছাড়পত্র সংগ্রহ করলেন নিশান্ত দেব। ভারতের প্রথম পুরুষ বক্সার হিসেবে ব্যাংককে অলিম্পিকের যোগ্যতাঅর্জন পর্বের ৭১ কেজি বিভাগের শেষ চারে উঠে দেশের একটি কোটা নিশ্চিত করেন। এতদিন প্যারিসে ভারতের পুরুষ বক্সারদের অংশ নেওয়া নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। নিশান্ত সেই অনিশ্চয়তা দূর করলেন। কোয়ার্টার ফাইনালে মলডোভার ভাসিলে সেবোটারিকে ৫-০ তে হারিয়ে পুরুষদের বিভাগে কোটা জেতেন তিনি। তবে তার মানে এই নয় যে তিনিই প্যারিসে দেশকে প্রতিনিধিত্ব করবেন। সর্বভারতীয় বক্সিং সংস্থা চাইলে এই বিভাগে অন্য কোনও বক্সারকেও পাঠাতে পারে। তবে সেটা হওয়ার সম্ভাবনা কম। প্যারিস অলিম্পিকে নিশান্তকেই দেখা যাবে। বিশ্বচ্যাম্পিয়নশিপে ৭১ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন নিশান্ত।‌ যোগ্যতাঅর্জন পর্বে সেই ধারাবাহিকতা অব্যাহত রাখেন। তবে এর আগে অলিম্পিকের যোগ্যতাঅর্জন পর্বে ব্যর্থ হন তিনি। তীরে এসেও তরী ডুবেছিল। তবে এবার সেটা কাজে লাগান। পুরুষদের বক্সিংয়ে আরও কোটা জেতার সুযোগ রয়েছে ভারতের। 
  • Link to this news (আজকাল)