Amit Shah: বুথ ফেরত সমীক্ষার ডিবেটে অংশ নেবে না কংগ্রেস, হাইকমান্ডের সিদ্ধান্তকে কটাক্ষ শাহের ...
আজকাল | ০১ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বুথ ফেরত সমীক্ষার কোনও আলোচনায় অংশ নেবে না কংগ্রেস। হাইকমান্ডের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত, ভোটগ্রহণ পর্ব শেষ হলেই শনিবার সন্ধে থেকে আসতে শুরু করবে একের পর এক বুথ ফেরত সমীক্ষা। নির্বাচনে কোন দল কেমন ফল করতে পারে, কত আসন পেতে পারে, তার একটি অনুমান তুলে ধরা হয় বুথ ফেরত সমীক্ষাগুলির মাধ্যমে। এবার কংগ্রেস শিবির মনে করছে, লোকসভা ভোটের ফল বিরোধীদের ইন্ডিয়া জোটের পক্ষেই যাবে। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এমনও দাবি করেছেন যে ৪ জুন ভোটের রেজাল্টের পর এনডিএ জোট থেকে অনেকেই ইন্ডিয়া জোটের দিকে আসতে চাইবেন। কংগ্রেস মুখপাত্র পবন খেরা এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ভোটাররা তাঁদের ভোট দিয়েছেন এবং তাদের রায় সুরক্ষিত হয়েছে। ৪ জুন ভোটের ফল প্রকাশিত হবে। এর আগে শুধুমাত্র টিআরপির জন্য জল্পনা–কল্পনায় এবং স্লাগফেস্টে জড়ানোর কোনও কারণ দেখছি না। কংগ্রেস বুথ ফেরত সমীক্ষার ডিবেটে অংশ নেবে না। ৪ জুন থেকে আমরা খুশি মনে বিতর্কে অংশ নেব।’ কংগ্রেসের এই সিদ্ধান্তের পাল্টা অমিত শাহ বলেছেন, ‘কংগ্রেস হারের ভয়ে বুথ ফেরত সমীক্ষায় অংশ নিতে চাইছে না। বুঝে গেছে ভোটে বড় হারের সম্মুখীন হবে। তাই মিডিয়া ও জনসাধারণের সামনে আসতে চাইছে না। আমি কংগ্রেস দলকে বলব হার স্বীকার করে নিন।’ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, ‘ভারতের সবচেয়ে পুরনো দল শিশুদের মতো আচরণ করছে। একটু ম্যাচুরিটি থাকা দরকার।’