• ‌শুরু শেষ দফার নির্বাচন, ভাগ্যনির্ধারণ হচ্ছে মোদি থেকে অভিষেকের ...
    আজকাল | ০১ জুন ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ভোটগ্রহণ শুরু হল সপ্তম ও শেষ দফার। এই পর্বে ৫৭ আসনে হবে ভোট। তার মধ্যে পশ্চিমবঙ্গের ৯টি আসন রয়েছে। উত্তরপ্রদেশের ১৩টি আসনে হচ্ছে ভোটগ্রহণ। বিহারের ৮টি, ওড়িশার ৬টি, হিমাচল প্রদেশের চারটি ও ঝাড়খণ্ডের তিনটি আসনে চলছে ভোটগ্রহণ। কেন্দ্রশাসিত অঞ্চল চন্ডীগড়েও চলছে ভোট। এছাড়া পাঞ্জাবের ১৩টি আসনেও এদিন হচ্ছে ভোট। সেখানে এক দফাতেই নির্বাচন হবে। পাশাপাশি ওড়িশার ৪২টি বিধানসভা আসনেও এদিন ভোটগ্রহণ হচ্ছে। উপনির্বাচন হচ্ছে হিমাচল বিধানসভার ৬টি আসনেও।এদিন সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে ভোট। মোট ৯০৭ জন প্রার্থীর হচ্ছে ভাগ্যনির্ধারণ। শনিবার সকালে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘‌আজ শেষ দফার লোকসভা নির্বাচন। ৫৭টি কেন্দ্রে ভোট হচ্ছে। আমার আশা যুব সম্প্রদায় এবং মহিলা ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করবেন। চলুন, সবাই মিলে আমাদের গণতন্ত্রকে আরও সমৃদ্ধ এবং প্রতিনিধিত্বমূলক করে তুলি।’‌ এই দফায় ভাগ্যনির্ধারণ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এছাড়াও বিজেপির অন্যান্য হেভিওয়েটদের মধ্যে আছেন কঙ্গনা রানাওয়াত (মণ্ডী), অনুরাগ ঠাকুর (হামিরপুর), রবিশঙ্কর প্রসাদ (পটনা সাহিব)। কংগ্রেসের টিকিটে লড়ছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নী (জলন্ধর) এবং দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা (কাংড়া) এবং মণীশ তিওয়ারি (চণ্ডীগড়)। বাংলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ভাগ্যনির্ধারণও হচ্ছে আজ। 
  • Link to this news (আজকাল)