আজকাল ওয়েবডেস্ক: কন্যাকুমারীর বিবেকানন্দ রকে বসে ধ্যান করা নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে খাড়গে বলেতিনি বাড়িতে ৪৫ ঘণ্টা ধ্যান করতে পারতেন। সেখানে যাওয়ার কী দরকার ছিল? প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সেখানে দশ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এত নাটক কেন? এই পুজো আর ধ্যান তো ঘরেও করা যেত। আপনার নিজের নিরাপত্তার জন্য আপনি একটা জায়গা শত শত লোককে নিয়ে যাচ্ছেন। এটা ভাল নয়’। প্রসঙ্গত, বৃহস্পতিবার তিরুঅন্তপুরমের ভগবতী আম্মান মন্দিরে পুজো সেরে ধ্যানে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ১২ ঘণ্টা পর, প্রকাশ্যে আসে গেরুয়া বসন পরিহিত, হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে ধ্যানমগ্ন মোদির ছবি। ধ্যান করার জন্য মোদি এবার বেছে নিয়েছেন বিবেকানন্দ রক। ১৩১ বছর আগে সেখানেই ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। ১৮৯২ সালে স্বামী বিবেকানন্দ যেখানে ধ্যানে বসেছিলেন, ২৪- এর লোকসভা ভোটের প্রচার শেষে, তৃতীয় দফায় জয়ের আশা নিয়ে সেখানেই ধ্যানে বসলেন মোদি। শনিবার সন্ধে পর্যন্ত ধ্যান মণ্ডপমেই থাকবেন তিনি। জানা গিয়েছে, এই ৪৫ ঘণ্টা কেবল তরল খাবার খাবেন তিনি।ন, ‘