• উত্তরপাড়ায় পাগল কুকুরের কামড়ে দু’দিনে আহত ২৫, আতঙ্কে বাসিন্দারা...
    আজকাল | ০১ জুন ২০২৪
  • মিল্টন সেন: উত্তরপাড়ার বাসিন্দাদের ঘুম ছুটেছে পাগল কুকুরের আতঙ্কে। গত দু’দিনে পাগল কুকুরের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি ২৫ জন। ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বালি খাল সংলগ্ন এলাকায়। গত দু’দিনে স্থানীয় টোটো স্ট্যান্ড, কলেজ বাস স্ট্যান্ড, শিবনারায়ণ রোড এলাকায় পাগল কুকুরের কামড়ে রীতিমত দিশেহারা হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, দু’দিন আগে অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দাদের কামড়াতে শুরু করে কালো রঙের একটি কুকুর। বাধ্য হয়ে স্থানীয়রা রাস্তায় লাঠি নিয়ে বেরোতে শুরু করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সঙ্গে দশ জনকে কামড়ে দেয় কুকুরটি। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সেই সংখ্যা গিয়ে পৌঁছায় ২৫ জনে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় কুকুরটিকে পিটিয়ে মারা হয়। সত্যবান সাহা নামে এক টোটো চালক জানিয়েছেন, ‘বৃহস্পতিবার সকালে প্রথমে এক টোটো চালকের উপর হামলা চালায় কুকুরটি। আশেপাশে দাঁড়িয়ে থাকা দশজন মানুষকে কামড়ে দেয়। আহতদের উত্তরপাড়া হাসপাতালে এবং স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পুরসভার কাউন্সিলরকে ফোন করে ঘটনার কথা জানান বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলর সুব্রত মুখার্জি জানান, পুরসভায় কোনো কুকুর ধরার পরিকাঠামো নেই। পুরো বিষয়টাই দেখে পছবি: পার্থ রাহা্রাণী স্বাস্থ্য দপ্তর।
  • Link to this news (আজকাল)