Election: ভোট দিতে এসে বিক্ষোভের মুখে মিঠুন, তাপসকে শুনতে হল ‘গো ব্যাক’ স্লোগান ...
আজকাল | ০১ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বিক্ষোভের মুখে পড়লেন মিঠুন চক্রবর্তী ও উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। শনিবার সকালে বেলগাছিয়ার একটি বুথে ভোট দিতে যান মিঠুন। ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। তখনই বিক্ষোভের মুখে পড়েন। তাঁকে দেখে ওঠে ‘চোর’ স্লোগান। এদিকে, বেলেঘাটা ৩৩ নম্বর বুথের সামনে তাপস রায়কে ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হয়। তাপস রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয়রা। এদিকে, ভোট শুরু হতেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। কোথাও ইভিএম বিকল, কোথাও এজেন্টকে বসতে বাধা দেওয়ার মতো অভিযোগ রয়েছে। আবার ভোট শুরুর ২০ মিনিটের মধ্যে উত্তপ্ত হয়েছে জয়নগর লোকসভার কুলতলি। অভিযোগ জলে ফেলা হয় ইভিএম, ভিভিপ্যাট। কুলতলির মেরিগঞ্জ ২ নম্বর অঞ্চলের ৪০ ও ৪১ নম্বর বুথের ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, তাদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। এর প্রতিবাদেই ইভিএম এবং ভিভিপ্যাট পুকুরে ফেলে দেয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিয়ে পুলিশ এলে তাদের গাড়ির সামনে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ চলতে থাকে।