কলকাতায় ভোটের আগের সন্ধ্যায় হাওড়া সেতুতে লক্ষ লক্ষ টাকা উদ্ধার পুলিশের! বাইক-সহ আটক ছয়
আনন্দবাজার | ০১ জুন ২০২৪
শেষ দফা ভোটের আগে হাওড়া সেতুতে বাইক আটকে কয়েক লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। আটক করা হয়েছে মোট ছ’জনকে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে গোলাবাড়ি থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় হাওড়া সেতুতে নাকা তল্লাশি চলার সময় ছ’জনকে আটকায় পুলিশ। তাঁরা বাইকে করে যাচ্ছিলেন। চার ব্যক্তির কাছ থেকে মোট ৯ লক্ষ ১৫ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশের একটি সূত্রে খবর। কোথা থেকে ওই টাকা পেয়েছেন, এত নগদ অর্থ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এ সব জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, সপ্তম তথা শেষ দফার লোকসভা ভোট শনিবার। কলকাতা-সহ বাংলার নয় লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। তার আগে এত নগদ টাকা উদ্ধারের বিষয়টি গুরুত্ব দেখছেন তদন্তকারীরা।
শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বাজেয়াপ্ত হওয়া টাকার পরিমাণ ১০ লক্ষ ১৩ হাজার টাকা। আটকের সংখ্যা বেড়ে হয়েছে সাত।