গণনার পর আরও অন্তত দু’দিন রাজ্যে থাকবে ৪০০ কোম্পানি বাহিনী, হিংসা এড়াতে সিদ্ধান্ত কমিশনের
আনন্দবাজার | ০১ জুন ২০২৪
ভোট পরবর্তী হিংসার ঘটনা এড়াতে রাজ্যে মোতায়েন থাকবে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ফল ঘোষণার দু’দিন পর অর্থাৎ, আগামী ৬ জুন পর্যন্ত ওই বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। ৪ জুন লোকসভা ভোটের ফল ঘোষণা।
কমিশনের তরফে জানানো হয়েছে, প্রচার পর্ব এবং ভোটের প্রক্রিয়া চলাকালীন যে ‘হিংসার ঘটনা’ হয়েছে, তার কথা মাথায় রেখে ফল ঘোষণার পরেও রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। ফল ঘোষণার পর আইন-শৃঙ্খলা বজায় রাখতেও এই পদক্ষেপ।
শনিবার লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। ওই দিন রাজ্যের ন’টি লোকসভা কেন্দ্রে ভোট। মোট ১৭ হাজার ৪৭০টি বুথে চলবে ভোটগ্রহণ। তার মধ্যে ৩,৭৪৮টি স্পর্শকাতর। কমিশন জানিয়েছে, সপ্তম দফায় ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে রাজ্যে। ৩৩ হাজার ২৯২ জন রাজ্য পুলিশ কর্মীও মোতায়েন থাকছেন। সপ্তম দফায় পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা পাঁচ। সাধারণ পর্যবেক্ষকের সংখ্যা ১০। খরচ সংক্রান্ত পর্যবেক্ষকের সংখ্যা ১১। ১৬ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত কমিশনে ৪০ হাজার ৪৬২টি অভিযোগ জমা পড়েছে। ৩৫ হাজার ৯৮৬টি অভিযোগ নিয়ে ব্যবস্থা নিয়েছে কমিশন।
শিলিগুড়িতে ‘বিষাক্ত’ জল! গৌতমদের বিরুদ্ধে মামলার হুমকি বিজেপির শঙ্করের, দুষছেন ‘গুরু’ অশোককেও
শেষ দফার ভোটে ওয়েবকাস্টিংয়ের উপর আরও জোর দিয়েছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ পর্বে ক্যামেরা যে চলছে, তা নিশ্চিত করতে হবে প্রিসাইডিং অফিসারকে। এ নিয়ে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছে কমিশন। কোনও কারণে ওয়েবকাস্টিং বন্ধ হলে তার উপযুক্ত জবাব দিতে হবে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে।