তাপপ্রবাহ! বিহারে ভোটের কাজে গিয়ে মৃত ১০ কর্মী, গরমের জেরে গত ৪৮ ঘণ্টায় মৃত ১৮ জন
আনন্দবাজার | ০১ জুন ২০২৪
গত ৪৮ ঘণ্টায় বিহারে গরমে মৃত্যু হয়েছে ১৮ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। তাঁদের মধ্যে রয়েছেন ১০ জন ভোটকর্মী। শুক্রবার এই পরিসংখ্যান দিয়েছে প্রশাসন। রাজ্যের আপৎকালীন বিভাগ জানিয়েছে, গরমে মৃত ১৮ জনের মধ্যে ১১ জনই রোহতাস জেলার। ছ’জন ভোজপুর জেলার, এক জন বক্সারের।
বিহারের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোজপুরে পাঁচ জন ভোটকর্মীর মৃত্যু হয়েছে গরমে। রোহতাসে গরমে মৃত ১১ জনের মধ্যে রয়েছেন তিন জন ভোটকর্মী। তাঁদের মধ্যে দু’জন ভোজপুর এবং এক জন বক্সারে ভোটের কাজে গিয়েছিলেন। রোহতাস জেলা দু’টি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সেগুলি হল সাসারাম এবং কারাকাট। ভোজপুর জেলা পড়ে আরাহ্ লোকসভা কেন্দ্রের মধ্যে। বক্সার একটি লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রগুলিতে ভোট রয়েছে শনিবার, সপ্তম তথা শেষ দফায়। ওই দিন বিহারের মোট আটটি লোকসভা কেন্দ্রে ভোট। কায়মুর এবং অওরঙ্গাবাদে এক জন করে ভোটকর্মীর মৃত্যু হয়েছে। মৃত ভোটকর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকার।
গত কয়েক দিন ধরে বিহারের বহু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার বেশ কিছু জায়গায় দিনের তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল বক্সারে। সেখানে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৭.১ ডিগ্রি সেলসিয়াস। এই গরমের জন্য সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, কোচিং সেন্টার, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ৮ জুন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিহার সরকার। বেগুসরাই, মুজফ্ফরপুর, শেখপুরা, পূর্ব চম্পারণে স্কুলের মধ্যেই শিক্ষকদের জ্ঞান হারানোর খবর প্রকাশ্যে এসেছে। তবে রাজ্যের সরকারি স্কুলে পঠনপাঠন বন্ধ থাকলেও শিক্ষকদের হাজিরা দিতে হবে।