Joe Biden: মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমতি দিলেন বাইডেন
আজকাল | ০১ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মার্কিন রাষ্ট্রপতি জো-বাইডেনের প্রশাসন, ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে নির্দিষ্ট কিছু এলাকায় আমেরিকার জোগানো অস্ত্রশস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। ইউক্রেনীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পাল্টা গুলি বর্ষণ এবং রাশিয়া সীমান্তে পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে আমেরিকার দেওয়া অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে ওয়াশিংটন। ওই অঞ্চলে রুশ সেনার অগ্রগতি এবং তার মোকাবিলায় ইউক্রেনের বিপর্যস্ত অবস্থার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলেই জানা গিয়েছে। তবে, রাশিয়ার ভেতরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংক্রান্ত মার্কিন নীতিতে কোনও বদল ঘটেনি বলেও জানা গিয়েছে।