• T20 World Cup: আমেরিকায় কোনওদিন বিশ্বকাপ খেলবেন, ভাবতেই পারেননি কোহলি...
    আজকাল | ০১ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আমেরিকা রাগবি, বাস্কেটবল, বেস বলের দেশ। সেখানে ক্রিকেট খেলা হবে, তাও আবার বিশ্বকাপ! এটা নাকি ভাবতেই পারেননি বিরাট কোহলি। নিউইয়র্কে পা রেখেও বিস্ময় কাটছে না তাঁর। বেশ কিছুটা অবাক ভারতীয় ক্রিকেটের মহাতারকা। বিরাট বলেন, 'আমেরিকায় কোনওদিন ক্রিকেট খেলতে আসব ভাবিনি। তাও আবার বিশ্বকাপ। যা কল্পনাই করা যায় না। ক্রিকেট যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে তার এটাই প্রমাণ। আমার মনে হয় আমেরিকা শেষমেষ ক্রিকেটকে আপন করে নেবে। এবারের বিশ্বকাপে তার আন্দাজ পাওয়া যাবে।' কোহলির এমন ভাবনার পেছনে কারণ রয়েছে। চাকরি সূত্রে প্রচুর ভারতীয় আমেরিকায় বসবাস করে। দক্ষিণ এশিয়ায় ক্রিকেট যথেষ্ট জনপ্রিয়। সেখানকার বহু লোকজন আমেরিকায় থাকে। নিশ্চয়ই তাঁরা খেলা দেখতে মাঠ ভরাবে। এইসব করণেই আমেরিকায় ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির আশায় কোহলি। তিনি বলেন, 'প্রচুর ভারতীয় আছে আমেরিকায়। তাঁরা মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ পায় না। এবার তাঁরা সেটা পাবে। তাঁদের জন্যই আমেরিকায় ক্রিকেট জনপ্রিয় হবে। বাকিদের মধ্যে ক্রিকেট নিয়ে আগ্রহ তৈরি করবে তাঁরা। এখানে ফ্র্যাঞ্চাইজি‌ ক্রিকেট শুরু হয়েছে। সঠিক পথেই এগোচ্ছে আমেরিকা।' টি-২০ বিশ্বকাপের ১৬টি ম্যাচ হবে আমেরিকায়। তারমধ্যে আটটি ম্যাচ হবে নিউইয়র্কে। বাকি ম্যাচ হবে ফ্লোরিডা এবং টেক্সাসে।‌
  • Link to this news (আজকাল)