আজকাল ওয়েবডেস্ক: পিছিয়ে গেল জামিনের আবেদনের মামলার শুনানি। ফলে ২ জুন অর্থাৎ রবিবারই তিহাড় জেলে ফিরে যেতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আবগারি দুর্নীতি মামলায় অন্তবর্তী জামিনের পর স্থায়ী জামিনের আবেদন করেছিলেন কেজরি। আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেপ্তার হন কেজরি। তবে নির্বাচন কালে তাঁকে ২১ দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছিল আদালত। ১ জুন নির্বাচন শেষের পর ২ জুন তাঁকে জেল কর্তৃপক্ষের কাছে হাজির হওয়ার কথা জানিয়েছিল আদালত। প্রসঙ্গত, অন্তবর্তী জামিনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর আবেদন করেছিলেন কেজরি। কিন্তু দিল্লির আদালত জামিনের আবেদনের শুনানি পিছিয়ে দেওয়ায় অগত্যা জেলেই ফিরে যেতে হচ্ছে কেজরিকে।