• Bomb Threat: ‌‌ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, মুম্বই বিমানবন্দরে চাঞ্চল্য ...
    আজকাল | ০১ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ যাত্রীবাহী বিমানে বোমাতঙ্ক। তার জেরে শনিবার সকালে জরুরি অবস্থা ঘোষণা করা হল মুম্বই বিমানবন্দরে। শনিবার সকালে চেন্নাই থেকে মুম্বইয়ে অবতরণের পরই ইন্ডিগোর বিমানে বোমা রাখা আছে বলে খবর আসে মুম্বই বিমানবন্দরে। প্রায় সঙ্গে সঙ্গেই বিমানে শুরু হয় তল্লাশি অভিযান। জানা গেছে ইন্ডিগোর বিমানটি ১৭২ জন যাত্রী নিয়ে সকাল ৭টা নাগাদ চেন্নাই থেকে ওড়ে মুম্বই বিমানবন্দরের উদ্দেশে। বিমানটি মুম্বই বিমানবন্দরে নামে সকাল পৌনে ন’টা নাগাদ। তার পরেই শুরু হয় তল্লাশি। তবে এখনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানা গেছে। যাত্রীরা এখনও বিমানেই রয়েছেন। তাঁদেরকেও তল্লাশি করা হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 
  • Link to this news (আজকাল)