• Gas Cylinder: ‌জুনের শুরুতেই কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম
    আজকাল | ০১ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ অনেকটাই কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ১ জুন থেকে। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে প্রায় ৬৯.‌৫০ টাকা। পয়লা জুন থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে এলপিজি সিলিন্ডারের নয়া দাম। ফলে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ১,৭৮৯ টাকা ৫০ পয়সা। দিল্লিতে দাম দাঁড়াল ১,৬৭৬ টাকা। মুম্বইয়ে দাম হল ১,৬২৯ টাকা। চেন্নাইয়ে দাম হল ১,৮৪১ টাকা ৫০ পয়সা। এদিকে ১৪ কেজির বাড়ির রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে। প্রসঙ্গত, গত মাসেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯ টাকা কমেছিল। 
  • Link to this news (আজকাল)