• ‌ভোটের আগের রাতে বসিরহাটে উদ্ধার লক্ষ লক্ষ টাকার জালনোট, ধৃত আট ...
    আজকাল | ০১ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বসিরহাট কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। তার আগের দিন অর্থাৎ শুক্রবার সেখানে লক্ষ লক্ষ টাকার জালনোট উদ্ধার হল। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে বসিরহাটের বর্ণালিপাড়া এলাকায় একটি বহুতল আবাসনে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় ২২ লক্ষ টাকারও বেশি জাল টাকা। সঙ্গে উদ্ধার হয় নকল সোনার বাট, কালার প্রিন্টার, টাকা ছাপানোর কাগজ। আট জনকে গ্রেপ্তার করেছে ‘স্পেশাল অপারেশন গ্রুপ’ (এসওজি) এবং বসিরহাট থানার পুলিশ। ৯টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের মধ্যে পাঁচ জনই ভিনরাজ্যের বাসিন্দা। এক জনের বাড়ি বসিরহাটে। আর এক জনের বাড়ি বাদুড়িয়ায়। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।এদিকে, শুক্রবার রাতে হাওড়া সেতুতে নাকা চেকিংয়ের সময় নগদ–সহ একটি বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। আটক করা হয় ৬ জনকে। উদ্ধার হয় নগদ ১০ লক্ষেরও বেশি টাকা। 
  • Link to this news (আজকাল)