• ‌ভোটের আগের রাত থেকেই উত্তপ্ত ভাঙড়, নির্বাচনের দিনও পাল্টাল না ছবি ...
    আজকাল | ০১ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভোটের দু’‌দিন আগে থেকেই উত্তপ্ত ছিল ভাঙড়। শনিবার মধ্যরাতে পতাকা লাগানোকে শুরু করে দু’‌পক্ষের সংঘর্ষ শুরু হয়। ঝামেলায় এক তৃণমূল কর্মীর মাথা ফেটেছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটে ভাঙড়ের চণ্ডীহাট গ্রামে। তৃণমূলের অভিযোগ, দলীয় পতাকা লাগাতে গেলে আইএসএফ সমর্থকরা তাদের কটুক্তি করে। প্রতিবাদ করায় মারধর করা হয়। এদিকে, আইএসএফের দাবি, তারা যখন দলীয় পতাকা লাগাচ্ছিল সেই সময় তৃণমূল কর্মীরা এসে বাধা দেয়। তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় দু’পক্ষেরই কয়েক জন করে আহত হয়েছেন। আহতরা জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। আবার ভোটের আগের রাতে দলীয় প্রার্থী নুর আলম খানের গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেছে আইএসএফ। তৃণমূলের দিকে উঠেছে অভিযোগের আঙুল। ভাঙড়ের এক নম্বর ব্লকের রানিগাছি এলাকাতেও আইএসএফ–তৃণমূল সংঘর্ষ হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়া বোমাবাজির অভিযোগ তো রয়েইছে। তৃণমূল–আইএসএফ দু’‌পক্ষই বোমাবাজির অভিযোগ তুলেছে।ভোটের দিন সকালেও ভাঙড়ে অশান্তি। ভাঙড়ের ফুলবাড়ি এলাকায় আইএসএফ এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। ফুলবাড়ির পাশাপাশি, ভাঙড়–২–এর সাতুলিয়া এলাকায় ভোট দিতে গেলে আইএসএফ সমর্থকদের ঘিরে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত হয়েছেন দুই আইএসএফ কর্মী। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। অশান্তির কথা স্বীকার করেছে নির্বাচন কমিশনও। 
  • Link to this news (আজকাল)