Election: সকাল ৯টা অবধি বাংলায় গড় ভোটদানের হার ১২.৬৩ শতাংশ
আজকাল | ০১ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: সকাল ৯টা পর্যন্ত বাংলায় ৯ কেন্দ্রে গড় ভোটদানের হার ১২.৬৩ শতাংশ। জানাল নির্বাচন কমিশন। এদিন ভোট হচ্ছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, বারাসত, বসিরহাট, ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, দমদম, যাদবপুরে। সকাল ৯টা অবধি সবচেয়ে বেশি ভোট পড়েছে বসিরহাটে। সেখানে ভোটদানের হার ১৫.৬৬ শতাংশ। এছাড়া দমদমে ১০.৮৬, বারাসতে ১২.৯৪, জয়নগরে ১৩.১৩, মথুরাপুরে ১৩.৫৪, ডায়মন্ড হারবারে ১৪.১৬, যাদবপুরে ১৩.৪৬, কলকাতা দক্ষিণে ১০.১৬, কলকাতা উত্তরে ৮.৯২ শতাংশ ভোট পড়েছে। আর বরানগর বিধানসভা উপনির্বাচনে ভোট পড়েছে ১১ শতাংশ। এখনও অবধি অভিযোগ জমা পড়েছে ৭১৫টি।