• বরাহনগরের প্রার্থী তন্ময়ের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন তৃণমূল কাউন্সিলর
    ২৪ ঘন্টা | ০১ জুন ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেষদফায় ৯ আসনে ভোট গ্রহণের সঙ্গে উপনির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে বরাহনগর বিধানসভা কেন্দ্রেও। সেখানে গিয়ে ধস্তাধস্তিতে জড়ালেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তিনি কেন এসেছেন তা নিয়েই বাকবিতন্ডায় জড়ান এক তৃণমূল কাউন্সিলরের সঙ্গে। শেষপর্যন্ত তা ধস্তাধস্তিতে জড়ায়। ঘটনাস্থল ব্রহ্মানন্দ কেশব চন্দ্র কলেজ। তাঁর সঙ্গে তর্কাতর্কি জড়ান বরাহনগরের ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার। এনিয়ে একটি ভিডিয়ো সামানে এসেছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করতে পারেনি জি ২৪ ঘণ্টা।

    ওই বুথ পরিদর্শন করতে গিয়ে একটি আড়ালে সরে গিয়ে ফোনে কথা বলছিলেন তন্ময়। সেইসময়ে তাঁক দিকে এদিকে যান তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার। তিনি তন্ময়কে বলেন, আপনি ভোটারদের প্রভাবিত করা ছেড়ে দিন। ক্যান্ডিডেট হয়ে এখানে কী করছেন আপনি? ওই কথা শুনে পাল্টা তন্ময় বলেন, কে ভোটারদের প্রভাবিত করছে? ফালতু কথা বলবেন না। পাল্টা গলা চড়ান শান্তনু। তিনি বলেন, আমরা ভোটের লাইনে দাঁড়িয়ে আছি, আপনি ভোটারদের প্রভাবিত করছেন। এরপরই দুজনের মধ্যে ধস্তধস্তি শুরু হয়ে যায়। তেড়ে তন্ময়। উল্টো দিকে তেড়ে যান শান্তনুও। তাদের মাঝে পড়ে এক তরুণী তাদের থামানোর চেষ্টা করেন। পাশাপাশি দুপক্ষের কর্মী সমর্থকরা ছুটে এসে দুপক্ষেকে সরিয়ে নিয়ে যান।ওই গোলমাল নিয়ে তন্ময় ভট্টাচার্য সংবাদমাধ্য়মে বলেন, বনহুগলির এক বুথে তিনি গিয়েছিলেন। তাঁকে দেখে চোর চিটিংবাজ বলে চিত্কার করা হয়। তাঁকে দেখে কাউন্সিলর বলেন, তিনি কেন ওই জায়গায়। চলে যান। ওই কথা শুনে তন্ময় বলেন তিনি প্রার্থী। কিন্তু আপনি কেন।এদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি বাদানুবাদের মধ্যেই ওই তৃণমূল কাউন্সিলরকে ধাক্কা দেন তন্ময়। এনিয়ে পরিস্থিতি উত্তেজক হয়ে ওঠে। তেড়ে যান শান্তনুও। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই দুজনকে সরিয়ে দেন দুপক্ষের লোকজন।
  • Link to this news (২৪ ঘন্টা)