আধার না দেখালে মিলবে না চশমা! হাসপাতালের চক্ষুবিভাগের অদ্ভুত যুক্তিতে হয়রানি বৃদ্ধর
প্রতিদিন | ০১ জুন ২০২৪
ক্ষীরোদ ভট্টাচার্য: মার্চে ছানি অপারেশন হয়েছিল এক নবতীপরের এনআরএস হাসপাতালে।
৬ সপ্তাহ পরে চোখের নতুন পাওয়া দিয়ে চশমা করানোর কথা। নিখরচায় সেই চশমা পাওয়ার কথা রোগীর। কিন্তু অভিযোগ, আধার কার্ড না থাকায় সেই চশমা হাতে পাচ্ছেন না রোগী। শুক্রবার এনআরএস হাসপাতালের বিরুদ্ধে এই মৌখিক অভিযোগ তুলেই ক্ষান্ত হননি ফুলবাগানের বাসিন্দা বাচাই প্রজাপতি নামে ওই রোগীর ছেলে, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি।
তাঁর অভিযোগ, তাঁরা নির্ধিরিত তারিখে চশমার ডেলিভারি নিতে গেলে তাঁদের কাছ থেকে আধার কার্ড চাওয়া হয়। তা না থাকায় তাঁরা ভোটার কার্ড দেন। কিন্তু অভিযোগ, তা নিতে অস্বীকার করে হাসপাতালের চক্ষু বিভাগ। সেখান থেকে নাকি বলা হয়, আধার কার্ড ছাড়া মিলবে না চশমা। যদিও এনআরএসের উপাধ্যক্ষ তথা সুপার ইন্দিরা দে বলেন, ‘যে কোনও একটি সরকারি পরিচয়পত্র দরকার চশমা পেতে। আধার কার্ডই হতে হবে, এমন কোনও ব্যাপার নেই। আজই অভিযোগের চিঠি পেলাম। দেখছি, কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে কিনা। রোগীর পরিবারকেও ডেকে বলে দেব সঠিক সরকারি নিয়ম।’