আজকাল ওয়েবডেস্ক: জন্মদিনেই বিষাদের সুর। ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন দীনেশ কার্তিক। শনিবার সন্ধেয় সবধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ৩৯ বছরের উইকেটকিপার ব্যাটার। প্রায় ২০ বছরের ক্রিকেটজীবনে ইতি টানলেন। নিজের এক্স হ্যান্ডেলে একটি লম্বা বার্তার মাধ্যমে নিজের অবসর ঘোষণা করেন ডিকে। তিনি লেখেন, 'গত কয়েকদিন সবার থেকে যে ভালবাসা এবং সমর্থন পেয়েছি তাতে আমি অভিভূত। সবাইকে ধন্যবাদ জানাতে চাই। গত কয়েকদিন ধরে অনেক ভাবনা-চিন্তা করেছি। মনে হয়েছে ক্রিকেটকে বিদায় জানানোর সময় হয়ে গিয়েছে। আজ আমি অবসর ঘোষণা করছি। ক্রিকেট জীবনের দিনগুলোকে পেছনে ফেলে, নতুন চ্যালেঞ্জের দিকে এগিয়ে যাব।' নিজের কোচ, অধিনায়ক, সতীর্থদের ধন্যবাদ জানান কার্তিক। নিজের মা-বাবারও বিশেষ উল্লেখ করেন। জানান, তাঁদের আশীর্বাদ ছাড়া এই জায়গায় পৌঁছতে পারতেন না। স্ত্রী দীপিকার সমর্থনের কথাও আলাদা ভাবে জানান। ফ্যানদের ভোলেননি ডিকে। তাঁদেরও ধন্যবাদ জানান। ভারতের হয়ে ২৬টি টেস্ট, ৯৪টি একদিনের ম্যাচ এবং ৬০টি টি-২০ খেলেছেন। মোট ১৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। রান করেছেন ৩৪৬৩। ক্যাচ এবং স্ট্যাম্প ১৭২ টি। বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় কার্তিককে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করা হয়েছে। নিজেদের সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রাক্তন অধিনায়ককে শুভেচ্ছা জানায় কেকেআরও। বিশেষ বার্তা দেন নাইটদের সিইও ভেঙ্কি মাইসোর এবং কেকেআরের অন্যান্য ক্রিকেটাররা।