আজকাল ওয়েবডেস্ক: রবিবার থেকে শুরু টি-২০ বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আমেরিকা এবং কানাডা। স্থানীয় সময় সকালে শুরু ম্যাচ। তার আগে উদ্বোধনী অনুষ্ঠান করা কঠিন। তাই সংক্ষিপ্ত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। টেক্সাসের গ্র্যান্ড প্রাইরি স্টেডিয়ামে হবে এই অনুষ্ঠান। মিনিট দশেকের অনুষ্ঠান হবে টসের আগে। তবে আসল উদ্বোধনী অনুষ্ঠান হবে ওয়েস্ট ইন্ডিজে। ভারতীয় সময় রাত আটটায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে পাপুয়া নিউগিনি। ম্যাচের আগে একটি অনুষ্ঠানের বন্দোবস্ত করা হয়েছে। গায়ানার জাতীয় স্টেডিয়ামে সন্ধে ছ'টায় শুরু হবে অনুষ্ঠান। সেটাকেই মূলত উদ্বোধনী অনুষ্ঠান বলা হচ্ছে। থাকবেন তারকারা। প্রখ্যাত গায়ক এবং ব়্যাপাররা পারফর্ম করবে। এই তালিকায় আছেন ডেভিড রাডার, আল্ট্রা এরফান আলভেজ, রবি বি, ডিজে আনা।