• ওপেনিং সমস্যা, বুমরার পার্টনারের খোঁজ মেটাতে চাইবেন রোহিতরা...
    আজকাল | ০২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আর কিছুক্ষণ পরই নিউইয়র্কের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। সবে শুক্রবারই দলের সঙ্গে যোগ দিয়েছেন বিরাট কোহলি। তাই আজ তাঁর খেলার সম্ভাবনা নেই। তবে এই ম্যাচে কয়েকটা সমস্যা মিটিয়ে ফেলতে চাইবেন রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা। রোহিতের সঙ্গে কাকে ওপেন করতে দেখা যাবে? অনেকেই বিরাট কোহলিকে ওপেনিংয়ে দেখতে চান। আইপিএলে আরসিবির হয়ে ওপেন করেন। রোহিত-বিরাট ওপেন করলে মিডল অর্ডারে শিবম দুবেকে খেলানোর সুযোগ থাকবে। যশস্বী জয়েসওয়াল ওপেন করলে দুবের খেলার সম্ভাবনা থাকবে না। তাই এই বিষয়টি ভেবে দেখা হচ্ছে। আইপিএলের শেষ কয়েকটা ম্যাচে রান না পেলেও শুরুটা দারুণ করেছিলেন শিবম। মাঝের অভারগুলোতে বড় ছক্কা হাঁকাতে পারেন। প্রয়োজনে হাতও ঘোরাতে পারেন। এই কারণেই দুবের পাল্লাভারী। দ্বিতীয় সমস্যা যশপ্রীত বুমরার জুরিদার খোঁজা। আইপিএলে মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিংয়ের ধারাবাহিকতা ছিল না। অনেকেই মনে করছেন নিউইয়র্কের ড্রপ ইন পিচে বুমরার সঙ্গে অর্শদীপের শুরু করা উচিত। সকালে হালকা ঝোড়ো হাওয়ার মধ্যে খেলতে হবে। এই পরিবেশে অর্শদীপকে কাজে লাগানো উচিত। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়কে এই দুটো বিষয় ঠিক করতে হবে। তার জন্য বাংলাদেশ ম্যাচকেই হয়তো মহড়া হিসেবে নিতে চাইবেন তাঁরা। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে আয়ারল্যান্ডকে খেলতে হবে। সেই ম্যাচেও পরীক্ষা করে নেওয়ার সুযোগ থাকবে। 
  • Link to this news (আজকাল)