• হার্দিককে ব্যাক আপ হিসেবে চান, বিশ্বকাপের আগে রোহিতকে পরামর্শ সানির...
    আজকাল | ০২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশের সঙ্গে একমাত্র প্র্যাকটিস ম্যাচ খেলবে ভারত। বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু রোহিতদের। তার আগে ভারতীয় দলের জন্য কিছু টিপস দিলেন সুনীল গাভাসকর‌। আমেরিকার পিচ এখনও অজানা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের উইকেট পরিচিত। সেখানে তিন স্পিনার, দু'জন ফাস্ট বোলারকে প্রথম একাদশে রাখার প্রস্তাব কিংবদন্তির। হার্দিক পাণ্ডিয়াকে ব্যাক আপ হিসেবে দেখতে চান তিনি। গাভাসকর‌ বলেন, 'ওয়েস্ট ইন্ডিজের পিচে বোলিং আক্রমণ শক্তিশালী হতে হবে। আমার মতে তিনজন স্পিনার, দু'জন ফাস্ট বোলার খেলানো উচিত। হার্দিক পাণ্ডিয়া ব্যাক আপ পেসার হতে পারে। এটা দলের ভারসাম্য রাখবে।' আগে ওয়েস্ট ইন্ডিজের পিচ মানেই ছিল পেসারদের স্বর্গ। কিন্তু এখন উইকেটের চরিত্র বদলেছে। পিচ থেকে অনেক বেশি সাহায্য পায় স্পিনাররা। এই প্রসঙ্গে সানি বলেন, 'ক্যারিবিয়ান পিচগুলো আর শক্ত নেই। এখানে স্পিনাররা অনেক সহায়তা পায়। সাধারণত ব্যাটিং সহায়ক উইকেট। ভাল লড়াইয়ের বিষয়ে আশাবাদী। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বিশ্বকাপ দেখা উপভোগ্য হবে।' ভারতীয় ব্যাটিং নিয়েও কম চর্চা নেই। অনেকেই মনে করেন, এই দল একদিনের ক্রিকেটে বেশি স্বচ্ছন্দ। তবে তেমন মনে করেন না সানি। দাবি, এই দলের সব ফরম্যাটের ব্যাটার আছে। গাভাসকর‌ বলেন, 'দলে এমন কয়েকজন ব্যাটার আছে যারা তিন ফরম্যাটেই খেলতে পারে। টি-২০ খেলার অভিজ্ঞতাও যথেষ্ট। ভারতীয় ব্যাটিং লাইন আপ সব ফরম্যাটেই খেলতে পারবে।' কিংবদন্তি মনে করেন দলে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল রয়েছে। সবমিলিয়ে দলে যথেষ্ট ভারসাম্য আছে। 
  • Link to this news (আজকাল)