• Pakistan Cricket: 'দলের সর্বনাশ করে দিয়েছে,' বিশ্বকাপের আগে পাকিস্তান বোর্ডের সমালোচনায় রামিজ রাজা...
    আজকাল | ০২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের ঠিক আগে ইংল্যান্ডের কাছে বাবর আজমদের টি-২০ সিরিজ হারের পর টিম ম্যানেজমেন্টের সমালোচনায় রামিজ রাজা। সাদা বলের ক্রিকেটে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা মেনে নিতে পারছেন না প্রাক্তন পিসিবি চেয়ারম্যান। এর জন্য ম্যানেজমেন্টকেই দায়ী করছেন তিনি। রামিজ বলেন, 'দল নিয়ে পরীক্ষা এবার বন্ধ করা উচিত। সঠিক কম্বিনেশন নিয়ে খেলতে নামা উচিত। স্ট্রাইক রেট নিয়ে চিন্তা মাথা থেকে বের করতে হবে। কারণ পাকিস্তানের সেই ধরনের প্লেয়ার নেই। আপনারা এই দলটার সর্বনাশ করে দিয়েছেন।' ওপেনিংয়ে সাইম আইয়ুবকে নামানোর পক্ষে নয় পিসিবির প্রাক্তন প্রধান। বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের ওপেনিং জুটি ভেঙে দেন মহম্মদ হাফিজ। পাকিস্তানের ডিরেক্টর অফ ক্রিকেট করা হয়েছিল তাঁকে। সেই সময়ই ওপেনিং জুটি বদলে দেন তিনি। কিন্তু সাফল্য পায়নি আইয়ুব। ওপেনিংয়ের পাশাপাশি পাকিস্তানের মিডল অর্ডারও রান পাচ্ছে না। রামিজ বলেন, 'ওপেনিং জুটি ভেঙে তোমরা দলের সর্বনাশ করে দিয়েছো। মিডল অর্ডারের ভূমিকাও স্পষ্ট নয়। মাঝে অলরাউন্ডারদের ঢুকিয়ে দেওয়া হয়েছে। দু'জন উইকেটকিপার খেলছে। ফাস্ট বোলারদের বদলে ফেলা হচ্ছে। স্পিনাররা বল স্পিন করতে পারে না। তারওপর আত্মবিশ্বাসের অভাব। ইমাদ ওয়াসিমকে বাদ দেওয়া হয়েছে। টি-২০ বিশ্বকাপের আগে তোমরা দলটাকে ভেঙে নষ্ট করে দিয়েছো।' ভারতের গ্রুপেই রয়েছে পাকিস্তান। আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবেন বাবররা।‌ ৯ জুন মুখোমুখি ভারত-পাকিস্তান। 
  • Link to this news (আজকাল)