• Water : কেজরিওয়ালকে পাল্টা জবাব দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী
    আজকাল | ০২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একহাত নিলেন হরিয়ানা মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। তিনি বলেন, আদালতের নির্দেশে দিল্লিকে যে জল দেওয়ার কথা হয়েছে তার থেকে বেশি জল দেওয়া হয়। তবে দিল্লির মুখ্যমন্ত্রী শুধুই দুর্নীতির সঙ্গে ব্যস্ত। তাই তিনি অন্য রাজ্যের দিকে অভিযোগ করছেন। যদি জলকে সঠিকভাবে ব্যবহার করা হতো তাহলে দিল্লিতে এমন অবস্থা হতো না। প্রসঙ্গত, জলের অভাব নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় দিল্লি সরকার। যে হারে দিল্লিতে তাপপ্রবাহ চলছে তাতে জলের অভাব দেখা দিয়েছে। এরপরই সুপ্রিম কোর্টে পিটিশন দেয় দিল্লি সরকার।
  • Link to this news (আজকাল)