Remal : 'রেমাল ' ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ লক্ষ টাকা দেবে কেন্দ্রীয় সরকার ...
আজকাল | ০২ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : 'রেমাল ' নিয়ে এবার ক্ষতিপূরণ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ২ লক্ষ টাকা দেওয়া হবে। পাশাপাশি যারা রেমালের জেরে আহতদের আলাদা করে ৫০ হাজার টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী জাতীয় রিলিফ ফান্ড থেকে এই টাকা দেওয়া হবে। রেমালের জেরে ৪০ জন মানুষের মৃত্যু হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লক্ষ মানুষ। অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ জুড়ে তান্ডব চালিয়েছে রেমাল। এই ঘোষণার পর মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন। পশ্চিমবঙ্গের কাকদ্বীপ, নামখানা সহ উপকূল এলাকায় প্রচুর ক্ষতি হয়েছে। ভেঙে গিয়েছে প্রায় ১৫ হাজার বাড়ি। এদের সবাই এই ক্ষতিপূরণ পাবেন।