• Narendra Modi: ৪৫ ঘণ্টা পর ধ্যান ভাঙল মোদির
    আজকাল | ০২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ৪৫ ঘণ্টা পর ধ্যান ভাঙল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ নাগাদ ধ্যান শুরু করেছিলেন তিনি। শনিবার দুপুরে ধ্যানের অবসান ঘটে। ধ্যান ভাঙার পর ধ্যানমণ্ডপম থেকে বেরিয়ে আসেন তিনি। এরপরই তামিল কবি, দার্শনিক থিরুভাল্লুভারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের গণনার আগে কেদারনাথে ধ্যান করেছিলেন মোদি। চব্বিশের নির্বাচনের ফলাফল ঘোষণার আগে তামিলনাড়ুর কন্যাকুমারীর বিবেকানন্দ রকের ধ্যানমণ্ডপমে টানা ৪৫ ঘণ্টা ধ্যান করলেন তিনি। টানা ৭৫ দিন ধরে ২০৬টি জনসভা এবং রোড শো করেছেন মোদি। একগুচ্ছ কর্মসূচি শেষে ধ্যান শুরু করেন তিনি। সূত্রের খবর, এই গত ৪৫ ঘণ্টা কারও সঙ্গে কথা বলেননি মোদি। খাদ্যতালিকায় ছিল, ডাবের জল, ফলের রসের মতো পানীয়।
  • Link to this news (আজকাল)