আজকাল ওয়েবডেস্ক : কোথায় আছে প্রজ্জ্বল রেভান্নর হারিয়ে যাওয়া ফোন। এই কাজ এখন চালিয়ে যাচ্ছে তদন্তকারী অফিসাররা। জার্মানি থেকে দেশে ফেরার পর গ্রেপ্তার করা হয়েছে এই সাংসদকে। এরপর ৬ জুন পর্যন্ত তাঁকে হেফাজতে রাখা হয়েছে। তবে নিজের হারিয়ে যাওয়া ফোন নিয়ে প্রজ্জ্বল জানিয়েছেন অনেক দিন আগেই তার মোবাইল ফোন হারিয়ে গেছে। তিনি পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ করেছেন। তবে তদন্তকারী অফিসাররা মনে করছেন গোটা বিষয়টি সাজানো। যৌন কেলেঙ্কারি থেকে বাঁচতে নিজের মোবাইল ফোনটি নষ্ট করে দিয়েছেন প্রজ্জ্বল । এখন হারিয়ে যাওয়ার গল্প করছেন তিনি। তাঁর মোবাইল ফোনটি যদি উদ্ধার করা যায় তবে এই মামলার তদন্ত অনেকটা এগিয়ে যাবে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা।