Murshidebad: তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে বোমাবাজির অভিযোগ, ডোমকলে চাঞ্চল্য ...
আজকাল | ০২ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল। জানা গেছে, শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের ডোমকল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের হারুরপাড়ায় বোমাবাজির ঘটনা ঘটে। ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিল নুরাবুল ইসলামের বাড়িতে বোমবাজি করা হয় বলে অভিযোগ। ঘটনায় বাম ও কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন প্রাক্তন কাউন্সিলর। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত দুটো নাগাদ দুষ্কৃতীরা এলাকায় বোমাবাজি করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। ফেলে রাখা সকেট বোমা নিস্ক্রিয় করা হয়। বোমাবাজির ঘটনায় কাউন্সিলরের গাড়ির কাচ ভেঙে যায়।