• ইন্ডিয়া জোটের বৈঠকে নেই তৃণমূল! 'বিভাজনের চেষ্টা করবেন না', বললেন খাড়গে!
    ২৪ ঘন্টা | ০২ জুন ২০২৪
  • রাজীব চক্রবর্তী: দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক নেই তৃণমূল! 'আমরা জোটবদ্ধ আছি। আপনারা বিভাজনের চেষ্টা করবেন না'। সাংবাদিক প্রশ্নে সোজাসাপ্টা জবাব দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর দাবি, 'জোটের নেতাদের সঙ্গে কথা বলে যে তথ্য উঠে আসছে তাতে ২৯৫টি আসন পেতে চলেছে ইন্ডিয়া জোট'।

    দেশে সপ্তম দফা তথা শেষ দফার লোকসভা ভোটে শেষের পথে। আগামী, মঙ্গলবার ভোটগণনা ও ফলপ্রকাশ। হাতে আর মাত্র ৩ দিন। দিল্লিতে ইন্ডিয়া জোটের 'জরুরি' বৈঠক ডেকেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কবে? আজ, শনিবার। কিন্তু সপ্তম দফায় বৈঠকে যোগ দিল না তৃণমূল। নির্বাচনী জনসভা থেকে মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, ১ জুনের বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি নেই।বাকি জোট শরিকদের নিয়ে বৈঠক হল। বৈঠক শেষে মল্লিকার্জুন খাড়গে বলেন, 'আজ প্রায় আড়াই ঘণ্টা বিভিন্ন বিষয়ে আলোচনা করলাম। বিশেষ করে নির্বাচনের সময় কী কী দুর্বলতা হতে পারে, কী কী সমস্যা আসতে পারে, কীভাবে সেগুলির মোকাবিলা করা যায়, সংশোধন করা যায়. বিস্তারিত আলোচনা হল। ক্যাডারদের শেষ ভোট গণনা না হওয়া পর্যন্ত কাউন্টি হল থাকার নির্দেশ দেওয়া হয়'। কংগ্রেস সভাপতি জানান, 'নির্বাচন কমিশনের কাছে আমরা বলব। কয়েকটা জায়গায় পোস্টাল ব্যালট পেপার গোটা হয়। তাতে গরমিল হতে পারে।  যা আমাদের যা অভিযোগ আছে, জানাব। কাল আমরা সময় চেয়েছি'।
  • Link to this news (২৪ ঘন্টা)