• বর্ষা আসতেই ভোগান্তি কেরলে, জ্বালাপোড়া গরম থেকে কবে স্বস্তি পাবে রাজস্থান? ...
    আজকাল | ০২ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সময়ের আগেভাগে বর্ষার প্রবেশ। তার জেরেই চরম ভোগান্তি কেরলে। টানা ভারী বৃষ্টিতে কোথাও উপড়ে পড়েছে গাছ, কোথাও আবার বিদ্যুতের খুঁটি। ভূমিধসের ঘটনাতেও বিপর্যস্ত কয়েকটি এলাকা। জল জমে একাধিক রাস্তায় যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভোগান্তি নিত্যযাত্রীদের। শনিবার মধ্য কেরলের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। সময়ের ছয়দিন আগে বাংলায় বর্ষা প্রবেশ করেছে। এর ফলে টানা সাতদিন উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। যদিও দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে, তা এখনও স্পষ্টভাবে জানায়নি মৌসম দপ্তর। এক থেকে দুই দিনের মধ্যে বর্ষা ঢুকবে কর্ণাটকেও। ৫ জুনের মধ্যে অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে বর্ষার বৃষ্টি শুরু হবে। ১৫ জুনের মধ্যে মধ্য প্রদেশেও বর্ষার আগমন ঘটবে। জুনের শেষে রাজধানীতেও বর্ষা ঢুকবে। অন্যদিকে উত্তর ভারতে এখনও তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় রাজস্থানের কয়েকটি জেলায় তাপমাত্রা কমবে। হালকা বৃষ্টি, ঝোড়ো হাওয়াও বইতে পারে। আবার ৪ ও ৫ জুন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে রাজস্থান জুড়ে।
  • Link to this news (আজকাল)