আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে মেঘলা আকাশ। আজ শেষ দফায় নির্বাচন। তাপমাত্রার পারদ নিম্নমুখী। যদিও সকাল থেকে ভ্যাপসা গরম জেলায় জেলায়। শনিবার বাংলা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে তিনটি জেলায় জারি করা হয়েছে কমলা এবং বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামী ৪৮ ঘণ্টা আবহাওয়া থাকবে দুর্যোগপূর্ণ।শুক্রবার উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। এর ফলে আগামী সাতদিন উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।