• জিটি রোডে পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ...
    ২৪ ঘন্টা | ০২ জুন ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবারটি যেন সকাল থেকেই দুর্ঘটনাময়। হুগলির বৈদ্যবাটীর কাজিপাড়ায় জিটি রোডে দুটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় শ্রীরামপুর থানার পুলিস। তারা গিয়ে দুটি ট্রাকের চালক ও খালাসিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার ফলে জিটি রোড অবরুদ্ধ হয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তার যানজট কাটাতে পুলিস ক্রেন নিয়ে এসে গাড়ি দুটিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

    পুলিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ, রবিবার ভোর পাঁচটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। বালিবোঝাই একটি ট্রাক শেওড়াফুলির দিক থেকে ভদ্রেশ্বরে যাচ্ছিল। অন্য ট্রাকটি বিপরীত দিক থেকে আসছিল। সেটিতে চটের বস্তা বোঝাই ছিল। পুলিসের প্রাথমিক অনুমান, বালি বোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা গাড়িটিকে ধাক্কা মারে। এর ফলেই এই দুর্ঘটনা।

    এদিকে, ফের রেলদুর্ঘটনা। এবার ঘটনাস্থল পাঞ্জাবের মাধোপুর। তবে যাত্রীবাহী ট্রেন নয়, দুটি মালগাড়িকে কেন্দ্র করে এই দুর্ঘটনা। দুটি গাড়িরই চালক আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ, রবিবার ভোরের দিকে পাঞ্জাবের মাধোপুরের সিরহিন্দে দুই মালগাড়ির পরস্পরের সঙ্গে ধাক্কা লাগে। মালগাড়িদুটি  লাইনচ্যুত হয়ে পড়ে। দুই মালগাড়ির এই দুর্ঘটনায় আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। তবে কার্যতা তা ঘটেনি। মৃত্যু নেই। আহতের সংখ্যাও কম। দুজন লোকো পাইলটই আহত হয়ে ফতেগড় সাহিব সিভিল হসপিটালে ভর্তি বলে জানা গিয়েছে। দুর্ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পাওয়া গিয়েছে। দুর্ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আপৎকালীন কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসতে থাকেন। রেল এই দুর্ঘটনার কারণ অসুসন্ধান করছে। পাশাপাশি লাইনচ্যুত মালগাড়ি দুটিকে দ্রুত যথাস্থানে তুলে পরিস্থিতি স্বাভাবিক করা হচ্ছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব ওই রুটে রেলচলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। 
  • Link to this news (২৪ ঘন্টা)